আজ কতিপয় জনতার উদ্দেশ্যে
কিছু কড়া কথা না বললেই নয়,
ধরণীর বুকে আনিতে শান্তিধারা
রোধ করা জরুরি মানবতা ক্ষয়।


দেশে দেশে খুব বেড়ে গেছে হানাহানি
বেড়ে গেছে জুলুম আর নির্যাতন,
লোভ লালসা আর হিংসার অনলে-
পুড়ে গেছে প্রায় সকলের মন।


দুই চার বছরের শিশু থেকে বুড়ি
ধর্ষিত হয় রোজ হাজারে কুড়ি,
সমকামী হরদম চলছে তো বেশ
দেশে দেশে নটিপাড়া তাও ভুরি ভুরি।


টাকা আছে যাঁর, সব ক্ষমতাই তাঁর
তাই সবখানে দেখি জালিমের জয়,
হায়! হায়! হায়! তবে সত্যি কী ভাই'
মানবতা পুরোপুরি হয়ে গেছে ক্ষয়?।


দেশে যত আইন সংবিধান শাসন আছে
প্রণয়নে দেখি তার উল্টো ধারা,
সত্যের মুখে বোমা, সাহসীর বুকে গুলি;
বলুন তো এসব ছুড়ে মারে কারা?


আঁধার নিশিতে গুম, মানবতা খুন!
কার ইশারায় রোজ রোজ চলে,
মিথ্যার পক্ষে সাক্ষী দিতে-- ওরা কারা?
জিম্মি করে রাখে বন্দুকের নলে।


সব কথা আমি জানি তবু তার ইতি টানি
কারণ বন্দী রয়েছি হাতে জালিমের,
জালিমের কারা ভেঙ্গে, প্রতিবাদী রঙে রেঙ্গে
কথা দিলাম- মানবতা এনে দিব ফের।