হে পরাশক্তি রাষ্ট্র!
প্রত্যক্ষ পরোক্ষভাবে আর মুসলিম মেরো না,
আমাদের ভয় দেখিয়ো না আনবিক যন্ত্রের;
অত্যাধুনিক অস্ত্র এবং এটম বোমার।


মনে রেখো আমরা মুসলিম,
আমাদের রক্তে আজও প্রবাহিত হচ্ছে খালিদ বিন ওয়ালিদ, মুহাম্মদ বিন কাসিম, হযরত আবু বকর, ওমর, আলী, ওসমানসহ আরও শতাধিক বিশ্বজয়ী বীরের রক্ত।


হে পরাশক্তি রাষ্ট্র!
সামান্য ক্ষমতার অহমিকায় তোমরা ভুলে যেও না- তোমাদের পূর্বসূরীদের করুণ পরিণতি আর বিপর্যয়ের কথা।


তোমরা অনেক বেড়ে গেছ!
এত বাড় বাড়া তো মোটেও ভালো না
বরং তোমরা একটু ভীত হও, নত হও
নয়তো তাদের মতো তোমরাও রবের লানতে গত হয়ে যাবে।


সময়টা তোমাদের অনুকূলে-
ভেবো না চিরকাল এভাবেই যাবে!
মনে রেখো সময় সময়ের গতিতে দৌড়ায়,
সময়ের দৌড়ে দিন যেয়ে রাত আর রাত যেয়ে দিন আসে।


ভেবে দেখো-
তোমাদের প্রত্যুষ এসেছে কত আগে?
এখন প্রখর রোদ কিংবা দ্বিপ্রহর,
আমরা জিরিয়ে নিচ্ছি, শক্তি সঞ্চয় করছি -
তোমাদের বৈকাল আসুক, গোধূলি নামুক
ঘোর অন্ধকারে আমরা জ্বালিয়ে দেবো আলোর প্রদীপ।