এই জগতে আছেন যত ধূমপানপায়ী ভাই,
সবার তরে একটি কথা আজকে বলে যাই।
আপনার মতো আমিও ছিলাম ধূমপানে খুব আসক্ত,
টানা এক যুগ ধূমপানের পর জানলাম দেহ বিষাক্ত।
কি করি আর? কান্না করি, বাঁচার উপায় খুঁজি---
বুঝতে পারি বাঁচার জন্য স্বাস্থ্য আসল পুঁজি।


ধীরে ধীরে ছেড়ে দিলাম একটি দুইটি সিগারেট,
ছেড়ে দিলাম সঙ্গ তাদের, ধূমপান যাদের ফেভারেট।
ধীরে ধীরে বেড়ে গেলো নিজের প্রতি প্রীতি,
খুব কষ্টে ছেড়ে দিলাম ধূমপানের ওই রীতি।
বিবি তবু নিত্য করে গায়ে ধোঁয়ার খোঁজ
গন্ধ পায় না, মন্দ কয় না, ভালোবাসে রোজ।


পাড়ার লোকে নাক ছিটকায় না, বদলে গেছি বলে,
কিন্তু জানো? বন্ধু অনেক----- আপনা গেছে চলে।
মনোবলটাই ধুমপান ত্যাগের আসল উপাদান,
আজকে থেকে পণ করো ভাই, দেবে না সুখটান।
ধূমপানে নেই আয় উন্নতি, আছে শুধু ক্ষয়
চলো সবাই ধূমপান ছাড়ি- নিজকে করি জয়।