শিশুদের দেখতে এমনিই খুব মায়াবী লাগে
শিশুরা যখন ঘুমিয়ে পড়ে মায়ের কোলে,
তখন গাল বেয়ে চুঁইয়ে পড়ে লোভাতুর লালা
হয়তো জান্নাতের খাবার দেখেছে বলে।


শিশুরা সত্যিই খুব সুন্দর করে হাসতে পারে
তাঁদের হাসি জুড়ে কোনো অভিনয় নেই,
শিশুরা ঘুমের ঘোরেও মুঁচকি করে হাসি দেয়
শিশুদের দেখলে সত্যি আফসোস হয় সেই'।


যখন ভাবি আমিও তো একদিন শিশু ছিলাম
তখন স্মৃতিগুলো মনে করার চেষ্টায় থাকি,
মায়ের আদর, বাবার সোহাগ সবকিছু মনে পড়ে
স্মৃতির পাতায় নিষ্পাপ সেই চেহারা আঁকি।


আজকের শিশুরা ভবিষ্যতে অনেক বড় হবে
কৈশোর যৌবন পেড়িয়ে বার্ধ্যকে পৌঁছাবে,
তাঁরাও শিশুদের দেখে স্মৃতির পাতা উল্টাবে
তারপর তাঁরাও নিষ্পাপ চোখ খুঁজতে যাবে।


আমরা নিষ্পাপ চোখে দেখতাম মায়ের পবিত্র মুখ
যেই মুখের হাসি দেখে নিশ্চিন্তে ঘুমিয়ে যেতাম,
ঘুম থেকে জেগে উঠেও দেখতাম সেই একই মুখ
হায়! আমরা যদি আবার শৈশব ফিরে পেতাম।