লেখকের কলমে থাকে যদি জোর
শুনে রাখো খুলবে বিবেকের দোর
পথহারা পথিকের কাটবে ঘোর
অমানিশা রাত কেটে আসবে ভোর।


লেখকের কলমে থাকে যদি বল
দেশ থেকে পালাবে শোষকের দল
অসহায় অনাথের মুছে যাবে জল
খুঁজে পাবে সকলেই মুক্তির ফল।


লেখকের কলমে থাকে যদি তেজ
কেটে যাবে চাটুকার মূর্খের লেজ
কলম'ই খুলে দিবে বুদ্ধির পেজ
হোক দশ অথবা একশত এজ।


লেখকের কলমে থাকে যদি ধার
অন্যায় অবিচার মেনে নিবে হার
অপরাধী সাজা পাবে, পাবে না ছাড়!
ফিরে পাবে সকলে নিজ অধিকার।