হাত ফসকে ভাঙে অনেক জিনিস
কাঁচের প্লেট গ্লাস কাঁচা ডিম,
পিয়ন ব্যাটার ভাঙলে চায়ের কাপ
চাকরি ফসকে খায় হিমশিম!


হাত ফসকে যার ছুটে গাছের ডাল
হয় যে তার ভীষণ খারাপ হাল,
প্রবাদ বাক্যে অনেক লোকই বলে
গরু মরলে সংসারে হয় আকাল।


পা ফসকে যায় শ্যাওলা জমা পথে
ভিজলে পরে ফসকে যায় সাবান,
শক্ত করে ধরলেও ফসকে যায় নাক
ফসকে গেলে লুঙ্গি হারায় সম্মান।


মুখ ফসকালে বেফাঁস কথা বেরোয়
কারো কারো বেরোয় আবার বমি,
পৈতৃক জায়গা মাপতে গেলে ম্যাপে
ফসকে বেরোয় দু-এক হাত জমি।