হে আমার রব!
তুমি ছাড়া আমার কোনো স্রষ্টা নেই,
পিতার ঔরসে, মায়ের রেহেমে পরম যত্নে তুমি আমাকে সৃষ্টি করেছো,
তুমি মাটির নির্যাস থেকে আমাকে স্থানান্তরিত করেছো পিতার রক্তে,
তারপর পরিণত করেছো নাপাক বীর্যে!


এবং পিতা মাতার সাক্ষাতে আমাকে নিক্ষেপ করেছো পর্দার আঁধারে,
তারপর দিয়েছো আকার আকৃতি অবয়ব!
তুমি কত মহান নিখুঁত কারিগর;
আয়নায় নিজেকে দেখলে বারবার মুগ্ধ হই-
অথচ পিতার ঔরসে আসার পূর্বে আমার কোনো নাম ছিলো না,
মায়ের রেহেমে আসার পূর্বে আমার কোনো পরিচয় ছিলো না,
তখন আমি ছিলাম পরিযায়ী পাখির মতো একদম অচেনা।


হে আমার রব!
যাদের মারফতে তুমি আমাকে সৃষ্টি করেছো,
আমাকে দান করেছো সচল অঙ্গবিশিষ্ট সুঠাম দেহ, সুন্দর অবয়ব,
এবং যাদের পরিচয়ে পৃথিবীতে দিয়েছো আমার সঠিক পরিচয়,
তাঁরা কেউ আর জীবিত নেই!
তাঁদের স্মরণে আমি প্রার্থনা করছি, কবুল করো আমার অশ্রুসিক্ত হাজিরা-
'রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগিরা,
রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগিরা।’