আমার একটি বাজে স্বভাব আছে,
হারানোর স্বভাব!
আমি রোজই কিছু না কিছু হারিয়ে ফেলি
জন্মের পরই শুরু এ স্বভাবের,
এ পর্যন্ত অনেক কিছুই হারিয়ে ফেলেছি
প্রতিদিন কিছু না কিছু হারাই।


খেলনা হারিয়ে কেঁদেছি শৈশবে
দু' টাকার কয়েন হারিয়ে খুঁজেছি পথে
বালিশের নিচে, স্কুল ব্যাগে!
অবশেষে পকেট হাতড়ে দেখি তলা ছেঁড়া
তারপর? হারানোর দুঃখ নিয়ে ঘরে ফেরা।


প্রাপ্তির ঝুলিতে যত বেশি জমে
হারানোর হিসেবে ঢের ততো কমে!
প্রিয় বস্তু বলো কিংবা মানুষ, কেউ বাদ নাই
সবাই হারানোর দলে, আমি সবাইকে হারাই,
ভয়ে থাকি, এভাবে হারাতে হারাতে-
না জানি কবে নিজেকেই হারাই!


নিজেকে হারানোর ভয়ে-
আজকাল নিজেই থাকি নিজের পাহারায়,
তবুও রোজ রোজ নিজেকে হারাই!
এভাবে একটু একটু করে হারাতে হারাতে -
একদিন আমরা সবাই হারানোর দলে নাম লেখাই।