ব্রিটিশ শাসনের পর এদেশ শাসন করে তৎকালীন পশ্চিম পাকিস্তান,
তেইশ বছরের অনৈতিক শাসনকে রুখে দিয়ে আমরা ছিনিয়ে আনি স্বাধীনতা,
তারপর আবন্ধ হই বিভিন্ন রাজনৈতিক দলের শৃঙ্খল কারাগারে।


একান্ন বছর পর মনের গহীনে প্রশ্ন জেগে ওঠে
আমরা কী পেয়েছি স্বাধীনতা?
আমরা কী পেয়েছি সংবিধান?
আমরা কী পেয়েছি রাষ্ট্র?
জবাবে একটাই উত্তর যেন কানে বেজে ওঠে-
'না' আমরা এগুলোর কিছুই পাইনি।


তবে আমরা পেয়েছি পরাধীনতার বৈধ শিকল;
যে শিকল ছেঁড়ার সাধ্য আমাদের নেই।
তাই স্বাধীনতা নামক পরাধীনতার বৈধ শিকলে বন্দি হয়ে আমরা শোষিত হচ্ছি,
নির্যাতিত হচ্ছি, ধর্ষিত হচ্ছি, খুন হচ্ছি, গুম হচ্ছি-
আমরা আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছি।


এদেশ স্বাধীন বলেই কী সাধারণ জনগণের টাকা বিদেশে পাচার হয়?
নারী পাচার হয়? শিশু পাচার হয়?
বিদেশ থেকে আমদানি হয় মদের বোতল?


শোনো হে শোষকের দল!
অবহেলায় মুখ থুবড়ে পড়ে থাকা সাধারণ জনগণ আবার বিপ্লবী হয়ে উঠবে,
মাজা সাঁট করে দাঁড়াবে সকল জুলুম অন্যায়ের বিরুদ্ধে,
তখন কারো কোনো আবদার থাকবে না,
কারো কোনো অভিযোগ থাকবে না।
তখন সবার অপকর্মের হিসাব সবাইকে সুদে আসলে মিটিয়ে দেওয়া হবে।