আমরা ধীরে ধীরে এক অন্ধকার জগতে প্রবেশ করছি,
আমাদের চোখের সামনে ধরে রাখা হয়েছে আধুনিক সভ্যতার লাইট,
বস্তুত আমরা আলোই দেখছি-
আমাদের চারপাশে এত এত অন্ধকার তবুও আমরা অন্ধকার দেখছি না,
আমরা অন্ধকার ঠেলে আরও গভীর অন্ধকারে প্রবেশ করছি,
আমাদের চোখের সামনে ধরে রাখা হচ্ছে আরও উন্নত লাইট,
সুতরাং আমরা আলোই দেখছি।


আমরা নগ্নতাকে দেখছি মর্ডান,
অসভ্যতাকে দেখছি যুগের বিবর্তন,
সমকামীতাকে দেখছি স্বাধীনতা,
যুদ্ধকে দেখছি রাষ্ট্রীয় প্রয়োজন।


মূলত আমরা আলোই দেখছি-
আলোর রশ্মি ধরে আমরা প্রবেশ করছি চতুর্থ বিশ্বের অভিযানে,
আমরা অন্ধকার ঠেলে যখন আলোর কেন্দ্রবিন্দুতে পৌঁছে যাব, তখন দেখবো-
আমাদের সামনে এগোনোর পথ শেষ
ডানে ফিরে দেখবো অন্ধকার!
বামে ফিরে দেখবো অন্ধকার!
পিছু ফিরে দেখবো অন্ধকার!
চারিদিকে দেখবো শুধু অন্ধকার অন্ধকার অন্ধকার আর অন্ধকার।


যখন অন্ধকার আমাদের গ্রাস করা শুরু করবে,
যখন অন্ধকারে আমরা তলিয়ে যেতে থাকবো,
তখন আমরা সবাই চিৎকার করে বলবো-
"বাঁচাও বাঁচাও বাঁচাও",
অথচ কেউ আমাদের বাঁচাতে আসবে না।
জানি -
একদল সেক্যুলার কুকুরের মতো ঘেউ ঘেউ করে আমার বিরুদ্ধে বলে উঠবে,
ধুর শালা! আধুনিক সভ্যতায় এও কী সম্ভব।