ইদানিং ছেলেগুলো বড্ড বেড়ে গেছে!
কিছুদিন আগেও পাঁচশো টাকার নোটে বিক্রি হতো
এক প্যাকেট বিরিয়ানির লোভে ছুটে যেত রাজপথে
মিছিলে কন্ঠে তুলে নিত 'জয় বাংলা' স্লোগান
তাদের আইডল ছিল মুজিব, আদর্শ ছিল কালো কোট,
মাঝরাতে ব্যালট পেপারে তারাই নৌকায় মেরেছিল শতশত ভোট।

একদিন ছেলেগুলো হঠাৎ বদলে গেল!
কিছু দাবিদাওয়া নিয়ে রাজপথে নেমে এলো
মিছিলে স্লোগানে আন্দোলনে ফুটে উঠল বিপ্লবী সুর
সুর শুনে ক্ষেপে উঠল গদিতে বসা লেডিস অসুর!
মূহুর্তে 'লাঠিচার্জ বুলেট' আন্দোলনের মুখোমুখি
বুলেটের সামনে বুক পেতে দিলো আবু সাঈদ
তিন তিনটে বুলেটে ঝাঁঝরা হলো তার বুক,
রাজপথে বয়ে গেল তাজা রক্তের প্লাবন
দেশজুড়ে শুরু হলো প্রতিবাদী আন্দোলন!

রোড মার্চ থেকে লং মার্চ
কয়েক দফা থেকে এক দফা!
ছেলেগুলো রাজপথ থেকে ছুটে গেল গণভবন
অমনি স্বৈরাচার শাসকের পতন, বায়ুযানে পলায়ন।

ইদানিং ছেলেগুলো বড্ড বেড়ে গেছে
আজকাল বড়দের চোখে চোখ রেখে কথা বলে,
দেশপ্রেমের চেতনায় সামনে এগিয়ে চলে
রাষ্ট্র সংস্কারে তারা আজ ঐক্যবদ্ধ
বিশ্বের সমস্ত চোখ তাকিয়ে আছে তাদের দিকে
আজ তারাই পরবর্তী প্রজন্মের ভবিষ্যত,
এ আমার একান্ত অভিমত।