আমার কাছে শুক্রবার মানে ঈদের দিন,
ধনী গরিব সবাই যেমন ঈদুল ফিতর, ঈদুল আযহার মহাখুশিতে ঈদগাহে ছুটে-
ঠিক তেমনি জুম্মার নামাজ আদায় করতে আমিও ছুটে যাই মসজিদে,
আমার পরিকল্পনা প্রস্তুতি থাকে মহান রবের খুশিতে নিজেকে উৎসর্গ করা।


সপ্তাহে এই একটি মাত্র দিন সত্যিই আমার কাছে খুব আনন্দময় ও উপভোগ্য,
এমন একটি শুক্রবারে ফজরের নামাজের পর আমার মৃত্যু হলে,
জুম্মার নামাজের পর আমার জানাজা হলে,
মহান আল্লাহ তায়ালা যেকোনো উসিলায় আমাকে ক্ষমা করে দিলে,
সেদিন আমার মত বেশি কেউ আর আনন্দিত হবে না।