কদম ফুল! কদম ফুল! ফুটবে তুমি কবে?
তোমার ফোঁটার অপেক্ষাতে আমরা আছি সবে,
শুনেছি সেই বর্ষা এলে ফোঁটো ডালে ডালে
কিন্তু কেন ফোঁটো নাকো অন্য ঋতুর কালে?
গোল্লা গোল্লা চেহারাটা ঢেকে পাতার ফাঁকে
ধোঁকা তুমি দাও কাকে? দস্যি ছেলেটাকে-
লাভ হবে না, উঠবে গাছে, শুনছো কদম ফুল?
তোমায় পেতে দস্যি ছেলের মনটা যে ব্যাকুল!


কদম ফুল! কদম ফুল! ভয় পেলে কী চলে?
কিশোরীরা মালা গেঁথে রাখবে তোমায় গলে,
পাখপাখালি খিদে পেলে নিবে তোমার খুঁজে
প্রেমিকারা রাখবে তোমায় চুলের খোঁপায় গুঁজে,
সবার কাছে তোমার কদর, তুমি তো নয় তুচ্ছ!
বর্ষাকালের রাণী তুমি, বুঝছো কদম, বুঝছো?