ছড়ার দেশে পাখির বেশে
ঘুরতে গেলো খুকি,
দেখতে পেলো নানা রকম
ছড়ার আঁকিবুঁকি।


একটা ছড়া গাছের ডালে
একটা ছড়া ফুলে,
একটা ছড়া আসছে ভেসে
নদীর স্রোতে কূলে।


একটা ছড়া পাহাড় বেয়ে
নামছে নিচে ধসে,
একটা ছড়া ধপাস করে
পড়ছে নিচে খসে।


একটা ছড়া ফুলের সাথে
খেলছে লুটোপুটি,
একটা ছড়া আপন মনে
হেসেই কুটিকুটি।


একটা ছড়া উড়াল দিয়ে
খুকির কাছে এসে,
বললো তুমি কখন এলে
ছন্দ ছড়ার দেশে?


বললো খুকি মাত্র এলাম
যাবো ক'দিন পর,
বললো ছড়া যেতেই হবে?
থাকো জীবনভর।