অবসর মানে আলস্য
আলস্য মানেই বেকার!
যে ছেলেটা নিজেকে বেকার দাবি করে
কিংবা যে লোকটি চাকরি অব্যহতিকে
অবসর বলে সম্বোধন কোরে
নিজেকে এঁটে সেঁটে গুটিয়ে রাখে
সে মূলত অলস!
অলসতাই মানুষকে দুর্বল করে তোলে,
এই অলসতাকে যে ভাঙতে পারে
সে কর্মী, সে উদ্যোক্তা, সে'ই মানুষ।
যে নিজেকে বেকার দাবি করে
সে জড় বস্তু,
যে নিজেকে অবসরপ্রাপ্ত দাবি করে
সে মৃত।