বনবাদাড়ে বৃষ্টি নামুক
বুনোফুলের কান্না থামুক,
ঘোমটা খুলে মাঠের তরু
তরতরিয়ে বেড়ে উঠুক।


মেঘের ফোঁটায় কচি পাতা
থরথরিয়ে কেঁপে উঠুক,
পালের গরু হেঁকে রাখাল
গোয়াল পানে দৌড়ে ছুটুক।


গাছের শাখায় থোকা থোকা
কেয়া কদম ফুল ফুটুক,
মৌমাছির দল হন্যে হয়ে -
বুনোফুলের গন্ধ লুটুক।


বৃষ্টি নামুক, দৃষ্টি টানুক
পোড়া মাটির কষ্ট জানুক,
ঝম্ ঝমা্ ঝম্ বৃষ্টি নেমে -
শান্তি সুখের ছন্দ আনুক।