কী এমন আছে ওই বুড়োটার ঘরে
ভাঙা চালা কুড়েঘরে ?
কেন এত আলো জ্বলে সারাদিন রাত?
কে এনে দিল তাকে সোনালী প্রভাত?
চারিদিকে রবরব!
কানমুখে বলে সব;
বুড়োটা পেয়ে গেছে আলাদিনের চেরাগ ?
তাই লোভ জাগে মনে নিতে হবে ভাগ!
রাজা যায়, প্রজা যায়, যায় সেনাপতি -
ঘরে গিয়ে দেখে সেতো জ্ঞানের দ্যুতি।