আলোক চুলার তিনটা মাথা
একটা বিশাল মুখ,
ক্ষুধার জ্বালায় লাকড়ি খায়
পায় না তৃপ্তি সুখ।


যখন তখন পেটে মারে খোঁচা
গিন্নিরা খুব নির্দয়,
উথলে উঠে কয়লাসহ আগুন
কী ভয়ানক ভয়।


পেট ভরা তার শুধুই আগুন
বুক ভরা তার দুখ,
দুঃখ নিয়েই জ্বলে জীবনভর
পরকে দিতে সুখ।