দেশ স্বাধীনের পূর্বে
পূর্ব বাংলার মুক্তিকামী জনতা
শান্তিমতো ঘুমাতে পারেনি ঘরে,
পাক হানাদার ধরে নিয়ে যেত
ভরে রাখতো টর্চারিং সেলে!
প্রতি রাতে গুম হতো, খুন হতো মুক্তিকামী।


আজ বায়ান্ন বছর পর
স্বাধীন চেতনার জনতার ভাগ্য খুলেনি
রোজই ঘটে একই ঘটনা!
ওরা আজও ঘুমাতে পারে না,
প্রতি রাতে গুম হয় খুন হয়
আজও ওদের ঠাঁই হয় শাসকের জেলে!


আমরা যে স্বাধীনতার কথা বলি
আমরা যে মুক্তির দাবি তুলি,
সেই স্বাধীনতা--- সেই মুক্তি---
কোথাও যেন হারিয়ে ফেলেছি, কিংবা
স্বেচ্ছায় দিয়েছি নরকে ফেলে!


আজ ক্ষমতার আসন জুড়ে বসে আছে
মিথ্যুক! ভয়ংকর প্রেতাত্মা!
সে রোজ রোজ গিলে খায় মানুষের মুক্তি
চিবিয়ে খায় জনতার স্বাধীনতা!
যে কথা বলতে গিয়ে মরে গেছে বহু লোক
সে কথা মরার আগে বলে যাই আমি।