বর্ণমালা ভেঙ্গে পেলাম রক্ত মাখা যাদের নাম
তাদের কথা আমরা কি কেউ আগে জানতাম?
'রফিক শফিউল সালাম বরকত জব্বার ভাই'
এবং ইতিহাসের পাতায় যারা আজও পায়নি ঠাঁই!


যাদের তাজা রক্ত মেখে বাংলা হলো সুবাস ভরা
যাদের ত্যাগের বিনিময়ে দূর হলো প্রাণের খরা,
আমরা তাদের 'ভাষা শহীদ' জানি এবং মানি -
তাদের স্মৃতি আঁকড়ে ধরে ঝরাই চোখের পানি।


ফেব্রুয়ারির একুশ বলো কিংবা আট'ই ফাগুন
কৃষ্ণচূড়া শিমুল পলাশ কিংবা বলো সূর্য আগুন,
কোনটা বেশি গাঢ় বলো কোনটা অধিক লাল?
শহীদ ভাইদের রক্ত নাকি কৃষ্ণচূড়ার ডাল?


শহীদ ভাইদের প্রাণের ঋণে বর্ণমালা কেনা
তাদের প্রতি রয়েছে ভাই আমার অনেক দেনা,
তাদের দেওয়া বর্ণমালায় তাদের কথা লিখি
তাদের অমন সাহস দেখে লড়তে আমিও শিখি।