নীল শাড়ি, নীল চুড়ি, নীল টিপ পড়ে,
তুমি এসে দাড়াবে নীল নদির তীরে!
নীল নদী ছল্ ছল্ ! হেঁসে যাবে খল্ খল্!
ঢেউয়ে ঢেউয়ে ভেসে ভেসে তোমাকে পাবো ফিরে।


আমার নিশানা জুড়ে থাকবে তুমি ঘিরে,
নীল শাড়ি, নীল চুড়ি, নীল টিপ পড়ে-
তুমি এসে দাড়াবে নীল নদীর তীরে।


সেথা সব নীল নীল, জল রাশি ঝিল্ মিল্,
ডানা মেলে পাখিগুলো করে যাবে খিল্ খিল্,
নীলে নীলে মিশে যাবে আমাদের দিল,
------------------- ভালোবাসি নীল।


নীল শাড়ি, নীল চুড়ি, নীল টিপ পড়ে,
তুমি এসে দাড়াবে নীল নদীর তীরে!
নীল নদি ছল্ ছল্ ! হেসে যাবে খল্ খল্,!
ঢেউয়ে ঢেউয়ে ভেসে ভেসে তোমাকে পাবো ফিরে।


নীল নদি, নীল জল, আরোও তিমি নীল!
নীলে নীলে মিশে যাবে নীলিমার নীল,
আকাশের রঙ নীল, রংধনুটাও নীল-
তুমিহীনা বিষ পানে হয়ে যাব নীল,
---------------- ভালোবাসি নীল।