শখ করে কেউ বিড়াল পোষে
কেউ কুকুর কেউ পাখি,
আমার ওসব শখ করে না
দুঃখ কোথায় রাখি?
আমার কেবল শখ যে করে
মানুষ পোষার তরে,
অনাথ একটি শিশু তুলে
আনতে নিজের ঘরে।
মা বাবাকে বললে তারাও
বলেন পরের খাই,
আমার কী আর সাধ্য আছে
অনাথকে দেই ঠাঁই?


কুকুর বিড়াল পাখি সবাই
শখ করেই তো পোষে,
মানুষ পুষতে হয় না রাজী
বলুন তো কোন দোষে?
মানুষ হয়ে মানুষকে যে
বাসতে চায় না ভালো,
তার মতো কেউ আছে বলো
নিকষ আঁধার কালো?
অনাথ এতিম পথশিশুদের
পূরণ করতে হক,
আমার কেবল মানুষ পোষার
ভীষণ রকম শখ।