ঘুমিয়ে আছে মোর বুকের মানিক সন্ধ্যা তারার দলে
ঘুমিয়ে আছে ওই বাঁশ বাগানে আবছা ছায়ার তলে,
সন্ধ্যা ঘঁনিলে মিটমিট করে জ্বলে সেথা জোনাকবাতি
ঘুম ভাঙাতে ঝিঁ ঝিঁ পোকারা করে কতো ডাকাডাকি
রাগ করে সে ঘুমিয়ে আছে, উঠবে না কোনো কালে,
ঘুম ভাঙাতে খোকারে কতো চুমু এঁকে দিতাম গালে।


ওঠো হে আমার বুকের মানিক, দুই হাত দিয়েছি পেতে
কে বলেছে রে? এত অভিমানে' আমাদের ছেড়ে যেতে,
উঠোনে বসে তোর মা ডাকে, আয় রে বুকের মানিক
দুধ মাখা ভাত খেয়ে যা খোকা, খেয়ে যা একটুখানিক,
তোর মা জননী ডাকছে তোকে, ডাকছে করুণ সুরে
মায়ের কোমল কোল ছেড়ে কেউ থাকে কী অচিন দূরে?


ঘুম থেকে জেগে উঠে আয় খোকা, উঠে আয় মায়ের কোলে
বারান্দায় বাঁধা দোলনাখানি মৃদু বাতাসে আজও দোলে,
আর কত থাকবি অচেনা দূরে? আদরের বোনকে রেখে
শিশিরের মতো ছোঁয়া দিয়ে একটু বোনটিকে যা দেখে,
তোর দাদা দাদী দেখ্ তোর শোকে- শুকিয়ে হয়েছে কাঠ
হু হু করে কেঁদে ওঠে শালিক, কেঁদে ওঠে সবুজের মাঠ।


আয় আয় খোকা, ফিরে আয় ঘরে, ফিরে আয় পাখির দলে,
লাল নীল সাদা শাপলা ফুটে আছে দেখ্ পদ্ম দীঘির জলে-
আয় রে আমার বুকের মানিক, ঘুম ভেঙে উঠে আয় ফিরে
তোকে নিয়ে হয় রোজ শত শত কথা, তোরই স্মৃতি ঘিরে,
সারা দেশ জানে- হারিয়েছে মোর, হারিয়েছে বুকের মানিক
স্বপ্নের মতো করে একবার এসে দেখা দে একটুখানিক।