হৃদয় আকাশে রংধনুর বদলে বিষাদ এঁকেছি
তোমাকে বিষাদের রঙে রাঙিয়ে দিবো,
আমার হৃদয় আকাশের জমা মেঘগুলো ঝরিয়ে
তোমাকে উপহার দিবো এসিড বৃষ্টি,
তোমার স্বপ্নের পাখিটি বিষাদের অনলে পুড়বে
এসিড বৃষ্টিতে ঝলসে যাবে তোমার গা,
তারপর তুমি আর আমার কাছে আসবে না
কোনদিন ভালোবাসি কথাটি বলবে না।


ভালোবাসি শব্দটি শুধু মুখে প্রকাশের জন্য কী?
ভালোবাসতে হলে নিজেকে পোড়াতে হয়,
সবকিছু বিসর্জন দিতে হয় ভালোবাসার কাছে
পাথরে ঘষে নিজের করতে হয় পুরোপুরি ক্ষয়!
তোমার মতো অনেকেই চেয়েছিলো ভালোবাসতে
অনেকেই চেয়েছিলো খুব কাছে আসতে;
কিন্তু বিষাদের অনলে পোড়ার ভয়ে,
এসিড বৃষ্টিতে ঝলসে যাওয়াও ভয়ে!
ওঁরা সবাই অচেনা নগরীতে হারিয়ে গেছে,
হয়তো তাদের মতো তুমিও হারিয়ে যাবে
হয়তো তুমিও পারবে না আমায় ভালোবাসতে।