বারিধারা এনেছে মাটির বুকে
উদ্ভিদ সবুজের পয়গাম,
গাছপালা এনেছে শস্য-দানা
ফুল-ফলে ভরা ধরাধাম।


জল এনেছে শীতল পয়গাম
মৎস্য তৃষিতের সুধা,
দানবীর দরদী জননী এনেছে
কাঙাল শিশুর ক্ষুধা।


সমির এনেছে ফুলের পয়গাম
সঞ্চয় করিতে মধু,
নারী এনেছে শান্তির পেয়ালা
সেঁজে জননী বধূ।


পুরুষ এনেছে বিজয় পয়গাম
শক্ত মুষ্ঠে হাতল ধরি,
আঁধার এনেছে আলোর পয়গাম
ভিড়ায়ে প্রভাত তরী।


মৃত্যু এনেছে মুক্তির পয়গাম
মালাকুল মউতের হস্তে,
পৃথিবীর কর্ম এনেছে পয়গাম
পৌঁছাতে দোখয বেহেস্তে।