সোমবার সকালের নিয়মিত রুটিন
খুকি মনি নাচে গায় তা তা ধিন ধিন!
মন দিয়ে পড়ে আরও কবিতার বই
জনে জনে শোনায় আর ঘুরে টই টই,
রংতুলি দিয়ে আঁকে ফুল পাখির ছবি
গাছপালা আঁকে আরও গগণের রবি।


সোমবারের রুটিনে আর থাকে কি কি?
গরম ভাতে আলুভর্তা সাথে আরও ঘি,
আঁকিবুঁকি খাওয়া ও কবিতা পাঠ শেষে
খুকি মনি তেল মাখে তার কালো কেশে,
সাজুগুজু করে আরও পরে লাল শাড়ি
খুকি মনির সাজ দেখে হেসে ওঠে বাড়ি।


সোমবার সকালে মন থাকে ফুরফুরে
হাসি খুশি নাচ গানে দুঃখরা যায় দূরে,
সোমবার বাদে আরও আছে ছয়দিন
খুকি মনি করে কী? কান পেতে শুনে নিন
শুক্র শনি রবি মঙ্গল বুধ বৃহস্পতি -
খুকি মনি কখনো চায় নাকো কারো ক্ষতি।