একটা পাখির গল্প বলবো
শুনবে নাকি তুমি?
সেই পাখিটি খুব আদুরে
সবাইকে দেয় চুমি।
চুমি তো নয়, কামড় দেয়!
খায় চুষে সে রক্ত,
সেই পাখিটি খুব রাক্ষুসে
রক্ত খাওয়ার ভক্ত।

পাখিটির নাম জানো তুমি?
নামটি যে তাঁর মশা,
রক্ত খেয়ে পেট ভরে তাঁর
দেখতে সে টস টসা।
তাঁকে মারতে লাগে না কামান
লাগে শুধু নিশানা হাত,
এক থাপ্পরেই মশা পাখি---
চিরতরে হয় যে কাত।