সিঁড়ির ওপর রক্তাক্ত লাশ
তরতাজা লাল রক্ত,
আগস্ট মাসের পনের তারিখ
কাঁদছে মুজিব ভক্ত।


কাঁদছে আকাশ কাঁদছে বাতাস
কাঁদছে পাখির দল,
কাঁদছে পাহাড় নামছে যে তার
দুঃখ শোকের ঢল।


গাছ গাছালিও কাঁদছে ভীষণ
কাঁদছে সকল জীব,
কেঁদে কেঁদেই বলছে সবাই
হারিয়ে গেছে মুজিব।


আকাশ বাতাস সাগর পাহাড়
কাঁদছে দেশের লোকে,
পনের আগস্ট কাঁদছে সবাই
শেখ মুজিবের শোকে।


বিঃদ্রঃ [মাসিক কুঁড়ি ম্যাগাজিনের আগস্ট সংখ্যা ২৩ প্রকাশিত]