মুজিব মানে একটি দেশ
একটি পতাকা,
মুজিব মানে এক তর্জনী
স্বাধীন বলাকা।


মুজিব মানে বীর বাঙালি
গর্জে ওঠা জাত,
মুজিব মানে জয়ের ধারা
শ্রেষ্ঠ ধারাপাত।


মুজিব মানে দশের দাবি
মুক্তির স্লোগান,
মুজিব মানে দেশের তরে
জেগে ওঠা প্রাণ।


মুজিব মানে প্রিয় নায়ক
বঙ্গবন্ধু- পিতা,
মুজিব মানে লক্ষ খোকার
স্বপ্নে আঁকা মিতা।


বিঃদ্রঃ [১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে নিবেদিত ছড়া।]