বিদায় বেলায় কেঁদো না মা
অশ্রু মুছে হেসো,
আমার মতো সব ছেলেকে
নিত্য ভালোবেসো।


আমার মতোই ডানপিটে
পাবে শত ছেলে,
তারাই তোমার ঘর জুড়ে
দিবে আলো জ্বেলে।


আমার কথা ভাববে না মা
কাঁদবে না মোটে,
মাগো তোমার এই হাসিটা
থাকে যেন ঠোঁটে।


তোমার ছেলে আসবে ফিরে
অপেক্ষাতে থেকো,
গরম ভাতে— দুধের সর
চিনি দিয়ে মেখো।


আর যদি না ফিরে মাগো
তোমার আঁচলে,
ভেবো তোমার ছেলে শহীদ
যায়নি বিফলে।


তোমার ছেলে হারায়নি মা
আছে সারা দেশে,
খুঁজলে তাকে দেখতে পাবে
খেলছে সে হেসে।


সন্ধ্যা বেলা ডাকবে যখন
আয় খোকা আয়,
জোনাক হয়ে আঁধার কেটে
আলো দিবে গায়।


ঘুম ভাঙার মতো তোমার
ভেঙে অভিমান,
সকাল বেলার পাখি হয়ে
গেয়ে যাবে গান।


ভোরের জমা শিশির হয়ে
ভিজিয়ে দিবে পা,
তোমার ছেলের উপস্থিতি
টের পাবে কী মা?


টের না পেলে তোমার ছেলে
স্বপ্নলোকে এসে,
বলবে তোমায় এই যে আমি
নাও কোলে হেসে।


যখন তুমি হাত বাড়াবে
দিবে ছুটে দৌড়!
রাত জেগে আসবে তোমার
ওয়াক্ত ফজর।


নামাজ শেষে জায়নামাজে
ফেলে আঁখি জল!
বলবে তুমি ভালো থাকিস
স্বর্গে অনর্গল।