আমি যখন শিশু ছিলাম
বল ছিল না গায়ে,
মুখে তুলে খাইয়ে দিতেন
আদর করে মায়ে।
ঘুম পাড়াতেন গল্প বলে
চুমু দিতেন গালে,
শিশুকালের মতো জীবন
হয় না কোনো কালে।


হাত পা ছুড়ে কেঁদে দিতাম
একটু ব্যথা পেলে,
কোলে তুলে মা সকল তার
দিত সোহাগ ঢেলে।
কেউ দিত না বকা তখন
কিংবা মন্দগাল,
ভালোই ছিল ভালোই ছিল
আমার শিশুকাল।