ঈদের ছুটি পেয়ে বিদায়
বিদ্যালয়ের পাঠ,
জমবে আসর খেলাধুলার
খেলবো সারা মাঠ।


বলবে না কেউ পড়তে বসো
ঘুমাও তাড়াতাড়ি,
ঈদের ছুটি কাটিয়ে দিবো
ঘুরে সবার বাড়ি।


এবার ঈদে বাবা দিবেন
নতুন জুতা জামা,
ভাইয়া দিবেন টিশার্ট আর
ঘড়ি দিবেন মামা।


ঈদ সেলামির নতুন নোটে
ভরবে খালি পকেট,
ঈদ সেলামির টাকা দিয়েই
আনবো কিনে লকেট।


সেই লকেটটি মাকে দিবো
পুষছি মনে জিদ,
মায়ের মুখে ফুটলে হাসি
আমার হবে ঈদ।


বিঃদ্রঃ [এপ্রিল ২০২৪ ঈদ সংখ্যায় "নতুন কিশোর কণ্ঠ" ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে]