পড়শিরা বড়শি নিয়ে বসে থাকে
আমি পড়ে গেলে কূপে!
হায়! পূজার থালাও কেড়ে নেয় তাঁরা
সাদা সাদা ধোয়ার ধূপে!
আমি আমার পরশিকে চিনি না
চিনি না আপন-পর কে?
যারে ভাবি সদা মোর প্রিয় পশড়ি
আমারেই ভাবে শত্রু সে!


হায় পড়শি! হায় পড়শি! হায় পড়শি!
আমারে গাঁথিতে চায় বড়শিতে,
যার সকল দুঃখ কষ্ট বেদনায় পাশে থাকি
সে আমারে আঘাত হানে বিপরীতে!
আমার পড়শিরা আর পড়শী রইলো কই?
আমি যেন তাহাদের জনমের শত্রু!
আমার সুখে তাহাদের গা জ্বলে পুড়ে যায়
অগ্নিচক্ষু তোলে বাঁকা করিয়া ভ্রু।