শোনো শরতের সাদা তুলো তুলো মেঘ
জেনে রাখো ঘুড়িটির একটু আবেগ !
পাখিদের মতো দুটি মেলেছিলাম ডানা
উড়ে যেতে চেয়েছিলাম দূর অজানা!


ধুলো মাখা দেহ ঝেড়ে উঁচু করে শির
গাছপালা ছাড়িয়ে উঠেছিলাম ধীর,
বাতাসের সাথে খেলে ডানে বায়ে দুলে
পাহাড়কে ভেবেছিলাম ছোট টিলা ভুলে।


ঘন বড়ো গাছকে ভেবেছিলাম ঘাস
জলযান লঞ্চকে ভেবেছিলাম হাঁস,
মহিষকে ভেবেছিলাম ছোট পিপীলিকা
আমি বড়ো এই ভেবে ছিলো অহমিকা।


মেঘ ছিলো কাছাকাছি একটু উপরে
তারপর কী হলো জানিস কী খুকুরে?
এক টুকরো মেঘ এসে ছুঁয়ে দিলো গা
শুরু হলো কাঁপাকাঁপি মাথা থেকে পা।


বাতাসের তান্ডবে গেলো সারা গা ফুঁড়ে
মাথা ঘুরে পড়লাম জমিনের বুক জুড়ে,
মন তবুও চায় শুধু উড়ি আর উড়ি -
উড়ার স্বভাবে আমি বেহায়া ঘুড়ি।