ডানা মেলে পাখি উড়ে যায় দূর দিগন্তে
ঝরে পরে কিছু অকেজো পালক,
ঝরা পালকের জন্য পাখির ব্যথা লাগে না
লাগে না দুঃখ কষ্ট অনুতাপ শোক।
ঝরে পরা পালকের কথা পাখি মনে রাখে না
কখনো, কোনোদিন--- মনে রাখে না।


হঠাৎ পাতাদের দল থেকে টুপ করে ঝরে পড়ে
ধুলোমাখা পুরোনো বিবর্ণ হলুদ পাতা,
কচি কচি পাতারা ভুলে যায় ঝরা পাতাদের কথা
ভুলে যায় বাতাসে দোল খাওয়া সখ্যতা।
ঝরে পরা পাতাদের কথা গাছ মনে রাখে না
কখনো, কোনোদিন--- মনে রাখে না।


অগণিত মানুষের ভীড় থেকে প্রতিদিন হারিয়ে যায়
হারিয়ে যায় কত শত প্রিয় মুখ,
একদিন, হারিয়ে যাওয়া মানুষের শূন্যতা কাটিয়ে-
মানুষ খুঁজে পায় নতুনের সুখ।
হারিয়ে যাওয়া মানুষের কথা কেউ মনে রাখে না
কখনো, কোনোদিন--- মনে রাখে না।