#একাল
একালের ছেলে-মেয়ে কাঁদা মাটি বুঝে না
পোড়া মাটির পুতুলে ভালোবাসা খুঁজে না,
একালের ছেলে-মেয়ে মাঠে-ঘাটে খেলে না
মন মরা হয়ে থাকে, ডানা তবুও মেলে না।


একালের ছেলে-মেয়ে বন্দী চার দেয়ালে
টেলিভিশন মোবাইল রোবটিক খেয়ালে,
একালের ছেলে-মেয়ে আদবের অভাবে
আচরণে হয়ে গেছে জানোয়ার স্বভাবে।


#সেকাল
সেকালের ছেলেমেয়ে কাঁদা মাটি বুঝতো
পোড়া মাটি পুতুলে ভালোবাসা খুঁজতো,
সেকালের ছেলেমেয়ে সারাদিন খেলতো
পাখিদের মতো তাঁরা ডানা দুটি মেলতো।


সেকালের ছেলে-মেয়ে ছিলো খুব মুক্ত
পাখিদের নাচ গানে সরাসরি যুক্ত,
সেকালের ছেলেমেয়ে আদবে ছিলো খাঁটি
কোনদিন পরেনি একালের মতো ভাটি।