যারা স্বদেশকে ভালোবাসে
তারা বিদেশে জমায় না পাড়ি,
স্বদেশের সম্পদ লুটপাট করে
পাচার করে না কাড়ি কাড়ি।


যারা স্বদেশকে ভালোবাসে
প্রাণপ্রিয় তাদের জনগণ,
তারা স্বদেশের তরে বাঁচে মরে
রোধ করে আগত দুশমন।


যারা স্বদেশকে ভালোবাসে
তারা থেকে যায় স্বদেশের টানে,
আমি কবি, আমি স্বদেশপ্রেমী
আমি জানি স্বদেশের মানে।


যারা মিছে সাজে স্বদেশপ্রেমী
তারাই স্বদেশের দুশমন!
স্বদেশের বিপদে ভেগে যায় দূরে
স্বদেশ প্রেমীরা করে রণ।