গাঁয়ে ফেরা মানুষের বাঁধ ভাঙা ঢল
বন্দরে বন্দরে জন কোলাহল,
ঈদের আমেজ মেখে নাড়ির টানে
সকলে ছুটে যায় বাড়ির পানে।


গাঁয়ে ফেরা মানুষের ভীষণ তাড়া
নেই দিতে সংকোচ উপরি ভাড়া!
যাত্রী বোঝাই গাড়ি জ্যাম ঠেলে যায়
ছাদে চড়ে অনেক হয়ে নিরুপায়।


যেভাবেই হোক ঈদে বাড়ি যেতে হবে
এমন ভাবনা ভেবে রাখে সবে!
গাঁয়ে ফেরা মানুষের ঈদ থাকে গাঁয়ে
কারণ অপেক্ষা করে সব মায়ে।