মধ্য রাতে ঘুমের ঘোরে
হঠাৎ জেগে উঠি,
নিঃসঙ্গতার প্রহর আমায়
দেয় না কভু ছুটি।


আকাশ পানে তারার মেলা
হাত বাড়িয়ে ডাকে,
বন্ধু তোমার স্মৃতির পাতা
থাকে হৃদয় বাঁকে।


একা একা কেমনে চলি
ভাবতে পারো তুমি?
তুমি ছাড়া জীবন আমার
বিশাল মরুভূমি।


বন্ধু তুমি ফিরে আসো
মান-অভিমান ভুলে,
আগের মতো আবার তোমায়
কোলে নিব তুলে।


তোমার বুকে ঠাঁই যে পেলে
ধন্য হবে জীবন,
তুমি ছাড়া জীবন আমার
মরুভূমির মতন।


তুমি আমার পরশ পাথর
দুই নয়নের মনি,
তোমার মাঝে পাই যে আমি
অমূল্য প্রেম খনি।


অমূল্য এই প্রেমের খনি
রাখবো বুকে ধরে,
সারা জীবন থাকবো পাশে
তোমায় আপন করে।


এভাবে আর থেকো না প্রিয়
আমায় পর করে,
তোমায় কাছে পেলে আমি
রাখবো বুকে ধরে।


হারিয়ে আর দিবো না যেতে
ক্ষণেক দিয়ে দেখা,
তুমি ছাড়া জগৎ মাঝে
আমি ভীষণ একা।


তুমি ছাড়া ভাবনা আমার
নেই যে কারো তরে,
তোমায় আমি ভালোবাসি
বাসবো জনম ভরে।