বরই গাছে কিচিরমিচির
পাখির কোলাহল,
ঘুম ভাঙতেই হাজির হলো
খোকা খুকির দল।


গাছের নিচে ছড়িয়ে আছে
বরই কাঁচা পাকা,
এসব বরই না কুড়িয়ে
যায় কী শুয়ে থাকা?


হাতের তালোয় লবণ রেখে
বরই মেখে খেতে,
খোকা খুকি গাছ তলাতে
আনন্দে রয় মেতে।

শিল পাটাতে বরই বেটে
বানিয়ে খেতে ভর্তা,
নারাজ আমি মোটেও নই
যদিও বাড়ির কর্তা।