লাঠির আঘাতে মরেনি'কো সে
মরেছে কথার আঘাতে,
মনেতে আঘাত হেনেছে খুনিরা
অপরাধী না হয় যাতে।


সাপের ছোবলে মরেনি'কো সে
মরেছে কথার ছোবলে,
মানুষের কথাতে যত বিষ ছিলো
মরেছে তার'ই কবলে!


হায় রে অভাগী! তুই নিরপরাধী
তবুও সমাজের চক্ষুশূল,
সমাজের লোকে থুথু ছুঁড়ে দিক-
আমি দিব তোকে ফুল।


শোন্ মানুষ নামের অমানুষ ওরা
মানুষের ভালো চায় না,
সুযোগ পেলেই খুবলে খেতে চায়
ওরা সামাজিক হায়না।


ওরা লোকের নামে মিথ্যা ছড়ায়
তৈরি করে যত মন্দ ইস্যু,
নিজের মন মতো না হলে কিছু
ছাড়ে নাকো তাহার পিছু।


আছিস যত জায়া জননী বোন
সাবধানে থাকিস দেশে,
বিষ মাখানো কথার মরণ জালে
কখনো যাস না ফেঁসে!।