রাজনীতির সংলাপ শেষে
উভয়েই হেসে ওঠে,
বাসায় নিমন্ত্রণ করে চা খেতে
এ ওর, ও ওর পার্টিতে যায়!
এটা রাজনীতির মারপ্যাঁচ
সাধারণ জনগণ কী বুঝে?

ওদের কাজ স্লোগান দেওয়া
রাস্তায় মারপিট করা,
আজকাল সবার চরিত্রেই
রাজনীতি দাগ কেটেছে!
রাজনীতি মূলত কজন বোঝে?


যারা মঞ্চ কাঁপায় কথার ঝড়ে
ভাত ছিটিয়ে কাক জোগাড় করে,
এ ভাতা সে ভাতার কার্ড বিলালেই
কেউ কী রাজনৈতিক হতে পারে?
আদর্শ নেতা হতে পারে?


সাধারণ জনগণ যাদের নেতা ভাবে
ওরা আসলে রাজনৈতিক খেলাড়ু,
আর সাধারণ জনগণ ?
তাদের রাজনৈতিক খেলার গুটি,
খেলারু জনগণকে যেদিকে চাল দেয়
জনগণ সেই পক্ষে লড়ে।


খেলার মাঠের মতোই রাজনীতির মাঠ
বলের মতোই বাকহীন জনগণ,
ওরা যন্ত্রনায় বড়জোর নিরবে কাঁদবে
আবার কেউ কেউ দেয় মন্দগালি,
দর্শকের মতো প্রতিবেশী রাষ্ট্রগুলো
সর্বদাই খেলা দেখে দেয় করতালি।