চাচা, আপনার শীত করে না?
জনৈক ব্যক্তি কথাটি জিজ্ঞেস করতেই
লোকটি ঝাঁঝালো কন্ঠে বলে উঠল -


নাহ্! আমার শীত করে না,
শরীর ঢাকার কাপড় না থাকলেও
আমার একটুও শীত করে না।
শরীরে চামড়া আছে তো!
এ কোনো পশু বা দুলালের চামড়া না
একদম খাঁটি গরীবের চামড়া,
এই চামড়া চৈত্রের কড়া রোদে ভাজা
একদম ঘিনঘিনে রঙচটা আর
অযত্নের চাদরে মোড়া।


দুঃখিত! আমি গরীব!
শরীরে শীত লাগার জায়গা কই?
আমি নিত্য জীবিকার তাগিদে দৌড়ানো
লাগামহীন পাগলা ঘোড়া।