প্রিয়ন্তী এদিকে তাকাও
দেখি তোমার চোখ দুটি,
তোমার চোখের গভীরে কী আছে?
কেন আমার দৃষ্টি কেড়ে নেয় বারবার?
কেন তোমার চোখে আটকে যাই
প্রথম দেখার মতো প্রতিবার,
কেন প্রথম প্রেমে পড়ার মতো
নতুন করে প্রেমে পড়ি তোমার?


এ কী আসলেই তোমার চোখ?
নাকি মায়ার জালে আটকানোর ফাঁদ?
তোমার চোখে চোখ রাখার নেকী লাভে
আমার বদ আমল হয়ে গেলে বরবাদ!
জান্নাতী হুরের কাছে যাব
একথা দিবানিশি ভাবি আর ভাবি,
তোমাকে ফেলে যাওয়ার সময়
স্রষ্টার কিতাব পড়ে দেখি
তোমার আঁচলে বাঁধা জান্নাতের চাবি!
অবশেষে তোমাকে চিনতে পারি
তুমি আমার হুরের রাণী।