সারা জাহান আলো করে এলেন দুনিয়ায়
- নবী এলেন দুনিয়ায় (২)
আঁধার ছিল জগত তখন, ছিল মরুময়
জগত ছিল মরুময়;
মুশরিকেরা গাইতো সবাই জয়জয়কার জয়
জগত ছিল আঁধারময়।


সকল আঁধার দূর করিয়া এলেন দুনিয়ায়
- নবী এলেন দুনিয়ায় (২)
যে পথ ধরে যেতেন হেঁটে, হতো আলোকময়
সবার কাটতো মনের ভয়।


দ্বীনের নবী দয়ার নবী রহমাতুল্লাহ আলামিন
সবার জন্য নিয়ে এলেন আল কোরআনের বীন,
ঐশী বাণীর কোরআনখানি-
শুনলে জুড়ায় হৃদয়খানি,
শোনো ওগো আদম জাতি, শোনো জাতি জ্বীন
দ্বীনের নবী দয়ার নবী রহমাতুল্লাহ আলামিন।


আমার নবীর শাফায়াতে, পার হবো গো পুলসিরাতে
হাশর মিজান কবর সেও হয়ে যাব পার,
আমার দ্বীনের নবী দয়ার নবী উম্মতের কান্ডার
- নবী উম্মতের কান্ডার। (২)