ভাদ্র মাসে তাল পাকে, খেতে লাগে মিঠা
তাল দিয়েই তৈরি হয় তাল পাকান পিঠা,
তাল শুধু ভাই ফল নয়, হরেক তাল আছে
খারাপ মানুষ তাল দিয়ে তুলে দেয় গাছে।


নৃত্য শিল্পী নাচতে পারে গানের তালে তালে
তিল থেকেই তাল হয় কুৎসা রটার কালে,
কথার সাথে তাল মিলানো কথাগুলো চিটে
চোর যখন ধরা‌ পড়ে, তাল পড়ে তার পিঠে।


নানা রকম তাল আছে, সব কী গাছে ধরে?
টাকা ধার চাইলে লোকে তাল বাহানা করে!
এক জাতীয় মিষ্টান্নের নাম তাল মিশ্রি বটে
মদ খেয়ে যে মাতাল হয় সে বকে অকপটে।


বিপদ আপদ আসে যখন মাথায় পড়ে তাল
তাল চিপে হালুয়া বানায় দিয়ে চুলায় জ্বাল,
তালের বড়া তালের পিঠা লাগে সবার ভালো
কিন্তু কেউ জানিই না তাল হয় কেন কালো।