ঘটনা যা ঘটে, তার বেশি রটে-
যা রটে তা পুরো সত্য নয় বটে,
রটা কথা পৌঁছে যায় মানুষের কানে,
আসল ঘটনাটা কম লোক জানে।


যারা জানে পুরোটা ঘটনার তত্ত্ব
তাঁরা বলে ঠিকঠাক ঘটে যা সত্য,
ঘটা থেকে রটা কথা, তিল থেকে তাল
যেন ঠিক কুকুরের গায়ে বাঘের ছাল।


ঘটনাটা ভালো হলে মুখ থাকে বন্ধ
মন্দ হয় যদি--- ছুটে তার গন্ধ,
রটনা কারা রটায়, দিবা-নিশি সাঁঝ
রটনা রটানো কী মানুষের কাজ?


নিজে না জেনে 'ঠিক' অন্যকে বলা
অন্ধের হাত ধরে চোখ বুজে চলা,
না বুঝে বলা আর না দেখে চলাতে-
পারবেনা কোনদিন ভালো কিছু ফলাতে।