সেবারের বর্ষায় আমাদের সংসারে খুব অভাব অনটন ছিলো,
বর্ষণে মানুষের বিঘা বিঘা ধানী জমি পানির নিচে তলিয়ে গিয়েছিল,
এক বেলা ভাত জুটলে দুইবেলাই জুটতো না অনেকের,
এভাবে খেয়ে না খেয়ে আমরা সেবারের বছরটা কাটিয়ে দিয়েছিলাম।


আমাদের মা ছিলেন খুব ধৈর্যশীল আর সংসারী নারী,
অভাব কখনো তাঁকে পরাস্ত করতে পারেনি।
বাবা প্রায় বলতেন তোর মায়ের মতো এত ভালো মানুষ খুব কমই আছে জগতে।