আমার এক জনমের সমস্ত প্রেম!
সমস্ত ভালোবাসা তোমাকে দিলাম,
মন প্রাণ উজাড় করে দিলাম সুরেলা,
আমার পবিত্র হৃদয়ের নির্মল ভালোবাসাটুকু নিয়ে ভালো থেকো-
খুব! খুব ভালো থেকো,
ভালো থেকো সুরেলা।

সাত কিংবা শতবার জন্মানোর সাধ্য আমার নেই
এই এক জনমে যতটুকু ভালোবাসার সাধ্য ছিলো-
আমি ততটুকুই তোমাকে ভালোবেসেছি,
আমার নিখাঁদ ভালোবাসাটুকু নিয়ে ভালো থেকো-
খুব! খুব ভালো থেকো,
ভালো থেকো সুরেলা।

আমি কখনোই তোমার ভালোবাসা পাইনি
তাই বলে জোর করে কখনো তোমার কাছে ভালোবাসাও চাইনি-
কারণ তোমার ভালোবাসার প্রতি আমার কোনো লোভ নেই,
ভালোবাসার বিনিময়ে তোমার কাছে ভালোবাসা নিতে হবে---
এমন প্রেমিক আমি নই!
আমি নিঃস্বার্থভাবে তোমাকে ভালোবেসেছি-
ভালোবাসি------ ভালোবাসবো চিরদিন।

আমার হৃদয় নিংড়ানো সব ভালোবাসা তোমাকে দিলাম,
শুধু তোমাকে দিলাম সুরেলা,
আমার নিঃস্বার্থ ভালোবাসাটুকু নিয়ে ভালো থেকো-
খুব! খুব ভালো থেকো,
ভালো থেকো সুরেলা,
ভালো থেকো।