মাঘের রাতদুপুরে জোড়া কম্বল মুড়িয়ে
শুয়ে ছিলাম আড়াই হাত চওড়া বিছানায়,
শীতে— থরথর কাঁপুনিতে কেঁপে উঠেছিল
এই আমারই সাড়ে তিন হাত সিঙ্গেল শরীর!


ডান হাতের সাথে বাম হাতের তীব্র ঘর্ষণে
অর্জিত তাপটুকুই আত্মতুষ্টির অবশিষ্ট ওম্
কম্বলের নিচে ছোট বড় বিশ বিশটি আঙুল
দু পায়ে থাকা দশটি আঙুলই অনর্থক!
কেবল হাতের দশটি আঙুল আত্ম সমর্থক।


শীতে পায়ের সাথে পায়ের ভীষণ শত্রুতা!
এক পায়ের সাথে আরেক পা ঠেকতেই
সজোরে লাথি মেরে সরিয়ে দিচ্ছিল পা!
শীতে ঠান্ডা হাতকেও সমর্থন করেনি গা।